ষাটের দশকে চাইবাসার চালাঘরের উঠানে সমীর রায়চৌধুরী

ষাটের দশকে চাইবাসার চালাঘরের উঠানে সমীর রায়চৌধুরী

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১২

সুনীল গঙ্গোপাধ্যায়

 কৃত্তিবাস
১১ অক্রুর দত্ত লেন
কলকাতা ৭০০ ০১২
সমীর
          রেণুজীর মৃত্যুসংবাদ হঠাৎ বুকে এসে ধাক্কা মারলো। কৃত্তিবাসের একটি সংখ্যা আজই বেরুচ্ছে। পরবর্তী সংখ্যায় রেণুজী সম্পর্কে তোকেই লিখতে হবে। অবিলম্বে কিছু লিখে পাঠাবি। সাত-আট দিনের মধ্যে।
        আবার কবে কলকাতা আসছিস ?
                                                      সুনীল
                                                             ১৩-৪-৭৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন