ষাটের দশকে চাইবাসার চালাঘরের উঠানে সমীর রায়চৌধুরী

ষাটের দশকে চাইবাসার চালাঘরের উঠানে সমীর রায়চৌধুরী

শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২

সমীরণ মজুমদার

মেদিনীপুর
২১.৮.১৯৯৫
শ্রদ্ধাভাজনেষু
দাদা
শক্তি চট্টোপাধ্যায়-এর উপর আপনার প্রতিশ্রুত প্রবন্ধটি এখনও পেলাম না। কাজ আটকে রয়েছে। দ্রুত পাঠাবান আমাদের পত্রিকার জন্য এই আশায় রয়েছি। এর আগেও বারকয়েক তাগাদা দিয়েছি। হয়তো এজন্য ক্ষুণ্ণ হয়েছেন কিনা জানি না। তবুও অনুরোধ, লেখাটা পাঠান।
                                                    শ্রদ্ধাসহ
                                             সমীরণ মজুমদার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন