প্রযত্নে: সুনীল গঙ্গোপাধ্যায়
৩২/২ যোগীপাড়া রোড
কলকাতা ২৮
প্রিয় বেলা ও সমীর
দেরীতে চিঠি দিচ্ছি বলে রাগ কোর না; এখানে কোনো কিছু কাজ করি না, বলেই একটুও সময় পাই না। রুটিন থাকলেই বরং সব কিছু করার সময় পাওয়া যায়।
তোমরা এখন বোধহয় চাঁইবাসা, পাটনা ঘুরে ওখানে ফিরে গেছ। হনির খবর কি ? শরীর একটু ভাল আছে, খাওয়া-দাওয়া করছে এখন ? ওখানে বৃষ্টি হয়েছিল কি ? এখানে এসেই যদিও খুব গরম পেয়েছিলাম, এখন কিন্তু ভাল, দু-তিন দিন বৃষ্টি হয়ে ঠান্ডা পড়েছে বেশ। একটা অবশ্য বিচ্ছিরি ব্যাপার ঘটেছে; খুব বৃষ্টি হবার পরদিনই কোকিল ডাকছে। একেবারে অরসিক কোকিলটা নিশ্চয়ই রবীন্দ্রনাথের এপারে মুখর হোল, গানটা শোনেনি।
আমরা কিন্তু শীতকালে আবার যাচ্ছি। নেমন্তন্নর কথাটা ভুলো না। আর ভুললেই বা কি ? মাঝে মাঝে মনে করিয়ে দেব তোমাদের।
ভাল তো সবাই ?
অনেক ভালবাসা জেনো।
স্বাতী
পু: নাম এখনো বেশি যোগাড় করে উঠতে পারিনি। পারলেই পাঠাবো।
( সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর নাম স্বাতী। চিঠিটিতে তারিখ নেই। ডাক দপতরের ছাপ থেকেও স্পষ্ট নয়। সমীর যখন ডালটনগঞ্জ, পালামৌতে ছিলেন, সে-সময়ে লেখা )
৩২/২ যোগীপাড়া রোড
কলকাতা ২৮
প্রিয় বেলা ও সমীর
দেরীতে চিঠি দিচ্ছি বলে রাগ কোর না; এখানে কোনো কিছু কাজ করি না, বলেই একটুও সময় পাই না। রুটিন থাকলেই বরং সব কিছু করার সময় পাওয়া যায়।
তোমরা এখন বোধহয় চাঁইবাসা, পাটনা ঘুরে ওখানে ফিরে গেছ। হনির খবর কি ? শরীর একটু ভাল আছে, খাওয়া-দাওয়া করছে এখন ? ওখানে বৃষ্টি হয়েছিল কি ? এখানে এসেই যদিও খুব গরম পেয়েছিলাম, এখন কিন্তু ভাল, দু-তিন দিন বৃষ্টি হয়ে ঠান্ডা পড়েছে বেশ। একটা অবশ্য বিচ্ছিরি ব্যাপার ঘটেছে; খুব বৃষ্টি হবার পরদিনই কোকিল ডাকছে। একেবারে অরসিক কোকিলটা নিশ্চয়ই রবীন্দ্রনাথের এপারে মুখর হোল, গানটা শোনেনি।
আমরা কিন্তু শীতকালে আবার যাচ্ছি। নেমন্তন্নর কথাটা ভুলো না। আর ভুললেই বা কি ? মাঝে মাঝে মনে করিয়ে দেব তোমাদের।
ভাল তো সবাই ?
অনেক ভালবাসা জেনো।
স্বাতী
পু: নাম এখনো বেশি যোগাড় করে উঠতে পারিনি। পারলেই পাঠাবো।
( সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর নাম স্বাতী। চিঠিটিতে তারিখ নেই। ডাক দপতরের ছাপ থেকেও স্পষ্ট নয়। সমীর যখন ডালটনগঞ্জ, পালামৌতে ছিলেন, সে-সময়ে লেখা )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন